শিরোনাম
জবির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৮:০৩
জবির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ১৩ বছর পূর্তি উপলক্ষে বাংলা বিভাগের উদ্যোগে ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান হয়েছে।


মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল হতে হবে। শিক্ষার্থীদের নিজ স্বকীয়তা তুলে ধরতে হবে। সৃজনশীলতার মাধ্যমে তাদের বিশ্লেষণধর্মী ক্ষমতার উত্তরণ ঘটবে এবং তারা ভবিষ্যতে নিজ নিজ কর্মস্থলে প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।


অনুষ্ঠানের প্রশংসা করে তিনি আরো বলেন, আগামী বছর হতে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠকে কেন্দ্র করে দু’দিনব্যাপী বাংলা বর্ষবরণ উৎসবের আয়োজন করা হবে। বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি ও বছরের শুরুতে বাংলা নববর্ষের অনুষ্ঠান, আর চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের আয়োজন করবে বাংলা বিভাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকান্ডে দক্ষতা অগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আগামীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে শুধুমাত্র নিজ শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।


বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান।


অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/আদনান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com