শিরোনাম
জাককানইবি-তে ভ্রাম্যমান আদালতের অভিযান
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১৬:২২
জাককানইবি-তে ভ্রাম্যমান আদালতের অভিযান
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে স্থায়ী ও অস্থায়ী খাবার হোটেলগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। খাবারের মান ও মূল্য তালিকা না থাকা এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে তিন হোটেল ব্যবসায়ীকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


সোমবার জাককানইবি-তে AP ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থী ও অভিভাবকের আগমন ঘটায় ক্যাম্পাস এলাকায় ওই সব হোটেল বসেছে। হোটেলগুলোর মান যাচাই করতে সকালে মো. এরশাদ উদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।


অভিযানে 'সাওদা', 'ভোজন বিলাস' ও অস্থায়ীভাবে তাবু করা দোকানে যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ৫০০টাকা জরিমানা করা হয়।


উল্লেখ্য, AP ইউনিটের ১৫০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণের জন্যে মোট আবেদন জমা পড়ে ১১৮০টি। এর মধ্যে ৯৫৬ জন পরীক্ষার্থী অংশ নেন, যা মোট পরীক্ষার্থীর ৮১ শতাংশ।


সকাল ১০ থেকে ১১ পর্যন্ত চলা পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), তিন অনুষদের ডীন, শিক্ষক সমিতির সভাপতি ও জনসংযোগ কর্মকর্তা।


বিবার্তা/পাভেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com