শিরোনাম
জবির ১ম বর্ষে ভর্তি শুরু ১১ নভেম্বর
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৮, ১২:২০
জবির ১ম বর্ষে ভর্তি শুরু ১১ নভেম্বর
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ইউনিট-১ (বিজ্ঞান), ইউনিট-২ (মানবিক), ইউনিট-৩ (বাণিজ্য) বিভাগগুলোতে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তির সময় সূচি প্রকাশিত হয়েছে।


মনোনীত শিক্ষার্থীদের ভর্তির জন্য আগামী ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের ভেতরে শিওর ক্যাশ (sure cash) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফি প্রদান করতে হবে। সেই সঙ্গে ১১ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের ভেতরে নিজ বিভাগে প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে হবে।


বিশেষায়িত ৪টি বিভাগ সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে মনোনীত শিক্ষার্থীদের ভর্তির জন্য আগামী ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বরের ভেতরে শিওর ক্যাশে (sure cash) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফি প্রদান করতে হবে। সেই সঙ্গে ১৮ নভেম্বর থেকে ২৩ নভেম্বরের ভেতরে নিজ বিভাগে প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে হবে। ভর্তির সময় মনোনয়ন প্রাপ্ত বিভাগে ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত ও স্বাক্ষরিত আবেদন পত্র, পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার্থীদের মূল সনদ/ নম্বর পত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং প্রতিটি একটি করে সত্যায়িত কপি, সম্প্রতি তোলা দুই কপি ছবি, এইচএসসি/সমমান পরীক্ষার পাসের প্রশংসা পত্র জমা দিতে হবে।


উল্লেখ্য, আগামী পহেলা জানুয়ারি ২০১৯ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।


বিবার্তা/অদনান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com