শিরোনাম
জাককানইবি'তে ৪ বিভাগ ও ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৮, ১৬:২২
জাককানইবি'তে ৪ বিভাগ ও ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে অনলাইন আবেদনের সময়সীমা পাঁচ দিন বাড়ানো হয়েছে। এই হিসেবে ৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। সেই সাথে ভর্তি পরীক্ষায় নতুন চার বিভাগ সংযোজন করা হয়েছে।


মঙ্গলবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জাককানইবিতে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে নিম্নবর্ণিত ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহ ভর্তিচ্ছ শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইন অথবা SMS এর মাধ্যমে আবেদন করার সময়সীমা ৩১ অক্টোবর ২০১৮ তারিখের পরিবর্তে আগামী ০৫ নভেম্বর ২০১৮ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়।


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন সাপেক্ষে চারটি ইউনিটে নতুন চারটি বিভাগ অন্তর্ভুক্ত হয়।


১. ইউনিট ভিত্তিক নতুন চারটি বিভাগের নাম ও আসন সংখ্যা:


1. AL- দর্শন বিভাগ (৫০)


2. B- পরিসংখ্যান বিভাগ (৪০)


3. C- ব্যবস্থাপনা বিভাগ (৫০)


4. D- সমাজবিজ্ঞান বিভাগ (৫৫)


২. ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।


৩. ভর্তি পরিক্ষা ও আবেদন বিষয়ক তথ্যাবলী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.jkkniu.edu.bd এ প্রকাশিত বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি নিদেশিকা থেকে পাওয়া যাবে।


বিবার্তা/পাভেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com