শিরোনাম
জবির বাসে পরিবহন শ্রমিকদের হামলা, আহত ৬
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ২১:২৫
জবির বাসে পরিবহন শ্রমিকদের হামলা, আহত ৬
জবি প্র‌তি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারায়ণগঞ্জ-মেঘনা গামী 'স্বপ্নীল' বাসে হামলা চালিয়েছে পরিবহন ধর্মঘট শ্রমিকরা। এতে গুরুতর আহত হয়েছেন জবির ছয় শিক্ষার্থী। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।


রবিবার বিকালে ক্যাম্পাস থেকে ফেরার পথে গুলিস্তানে পৌঁছালে পরিবহন শ্রমিকরা ওই বাসে হামলা চালায়।


প্রত্যক্ষদর্শী জানান, জবি থেকে নারায়ণগঞ্জগামী 'স্বপ্নীল' বাসটি বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা করে গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে পৌঁছালে ৪/৫ জন শ্রমিক রড, লাঠিসোটা নিয়ে বাস থামিয়ে চাঁদা দাবি করে। ধর্মঘট চলাকালে বাস বের করায় কৈফিয়ত চায় তারা। চাঁদা দিতে অস্বীকার করায় এক পর্যায়ে শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের কথা কাটাকাটি শুরু হয়। এ অবস্থায় শ্রমিকরা রড, লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করলে কিছু ছাত্র শ্রমিকদের মধ্যে আটকা পড়ে। এ সময় শ্রমিকরা ওই ছাত্রদের বেধড়ক মারপিট করে।


পরে বাসের বাকি ছাত্ররা নেমে শ্রমিকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে প্রায় ঘণ্টাখানেক আটকে থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় শিক্ষার্থীরা গন্তব্যের উদ্দেশ্যে বাসটি ছেড়ে যায়।


এ প্রসঙ্গে জানতে চাইলে জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, 'আমাকে একজন ফোন করে জানিয়েছিল যে, আমাদের একটি বাস পরিবহন শ্রমিকেরা আটকিয়েছিল। আহত হওয়ার বিষয়ে আমার কাছে কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি।'


বিবার্তা/আদনান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com