শিরোনাম
জাদুঘরে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীর বিশেষ প্রদর্শনী সমাপ্ত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ২০:৩৭
জাদুঘরে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীর বিশেষ প্রদর্শনী সমাপ্ত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'হাসুমণির পাঠশালা' সংগঠনের প্রথম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মশালায় আঁকা প্রধানমন্ত্রীর ৭১টি প্রতিকৃতি এবং জামালপুরের ঐতিহ্যবাহী সুঁচিশিল্প প্রদর্শনীর সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।


রবিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরে এ সমাপনী উৎসবের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বরেণ্য শিল্পী অধ্যাপক জামাল আহমেদ ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।


'হাসুমণির পাঠশালা' সংগঠন এবং জাতীয় জাদুঘর যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে।


উল্লেখ্য, গত ১২ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ জাতীয় জাদুঘরে নবীণ-প্রবীণ শিল্পীদের আঁকা প্রধানমন্ত্রীর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৭১টি আঁকা প্রতিকৃতি ও জামালপুরের ১০১টি সূঁচিশিল্প নিয়ে এই প্রদর্শনীর শুরু হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।


বিবার্তা/রাসেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com