শিরোনাম
বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষায় সময়সূচি রদবদল
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ১২:৩৫
বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষায় সময়সূচি রদবদল
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘এ’ ও ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচির রদবদল করা হয়েছে।


প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ১,০৩,৯৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। এবারে ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩,২৪৫ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রায় ৩৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।


‘এ’ ইউনিটে ১৯,৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ১১,৩৩১ জন, ‘সি’ ইউনিটে ১৫,৪৫২ জন, ‘ডি’ ৯,৯৪৫ জন, ‘ই’ ইউনিটে ২১,১১৭ জন, ‘এফ’ ইউনিটে ৮,৪৫৩ জন, ‘জি’ ইউনিটে ৮,৫১৩ জন, ‘এইচ’ ইউনিটে ৮,৮২৬ জন, ‘আই’ ইউনিটে ৯৯৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।


উল্লেখ্য, ‘এ’ এবং ‘আই’ ইউনিটের পরীক্ষার সময়সূচির রদবদল করা হয়েছে। ১০ নভেম্বর সকাল ১০টা ‘এ’ ইউনিটের পরিবর্তে ‘আই’ ইউনিট এবং বিকাল সাড়ে ৩টা থেকে ‘আই’ ইউনিটের পরিবর্তে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ইউনিটগুলোর পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।


ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।


বিবার্তা/সৈকত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com