শিরোনাম
জাতিসংঘ দিবস উপলক্ষে জাককানইবিতে আলোচনা সভা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ২০:০৭
জাতিসংঘ দিবস উপলক্ষে জাককানইবিতে আলোচনা সভা
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতিসংঘ-২০১৮ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি বের করা হয়।


পরে 'গাহি সাম্যের গান' মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।


স্বাগত বক্তব্য দেন জাককানইবি সহকারী প্রক্টর আল জাবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি প্রফেসর ড. এ কে আব্দুল মোমেন। আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, বিগ্রেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, তুষার রায়-সিইও, জাপান এশিয়া কালাচারাল এক্সচেঞ্জ, আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি দর্পণ দফো প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধনঞ্জয় দিব্রু ও ঐশর্য প্রভা।


আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


বিবার্তা/পাভেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com