শিরোনাম
রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি, শিক্ষার্থীর কারাদণ্ড
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১৩:১০
রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি, শিক্ষার্থীর কারাদণ্ড
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার দায়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনসুর রহমানকে ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


মঙ্গলবার সকালে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. রানী খাতুনের ভ্রাম্যমাণ আদালতে পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইনে তাকে এ শাস্তি দেয়া হয়।


মনসুর রহমান রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী।



জানা যায়, মঙ্গলবার সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী ভবনে বাণিজ্য অনুষদের অধীন অবাণিজ্য গ্রুপ বি-২ এর পরীক্ষা ছিল। আলামিন নামক এক ভর্তিচ্ছু যার রোল-৫৩২৬৫ এর হয়ে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসে ভবনের ৪২৫ রুমের ১২নং সিট থেকে কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়ে সে।


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, জানতে পেরে সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।


বিবার্তা/পাভেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com