শিরোনাম
তবুও প্রশ্নফাঁসের বিষয়টি স্বীকার করলেন না ঢাবি প্রক্টর
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১৬:২৯
তবুও প্রশ্নফাঁসের বিষয়টি স্বীকার করলেন না ঢাবি প্রক্টর
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন, এক শিক্ষার্থীর আমরণ অনশন আর ব্যাপক সমালোচনার পরও প্রশ্নফাঁসের বিষয়টি স্বীকার করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানি। বৃহস্পতিবার অনশনরত আখতার হোসেনকে দেখতে গিয়ে এক প্রকার তোপের মুখে পড়েন তিনি।


টানা তিন দিনের অনশনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন। বৃহস্পতিবার দুপুরে তাকে দেখতে যান ঢাবি প্রক্টর একেএম গোলাম রব্বানি।


এ সময় ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আখতারকে দাবি পূরণের আশ্বাস দেন প্রক্টর। বলেন, 'তোমার দাবি যৌক্তিক। এগুলো পূরণ করা হবে।'


কিন্ত আখতার হোসেন তাকে বলেন, 'আর আশ্বাস নয়, প্রশ্ন ফাঁস হয়েছে এটা স্বীকার করতে হবে।



তবে, ঢাবি প্রক্টর একেএম গোলাম রব্বানি তা স্বীকার করেননি। তখন সাংবাদিকদের প্রশ্ন করলে প্রক্টর জবাব দেন, 'ভিসি বিদেশ থেকে আসলে বিষয়টা দেখা হবে।'


বিবার্তা/রাসেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com