শিরোনাম
ঢাবির 'ঘ' ইউনিটে পাসের হার ২৬.২১ শতাংশ
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:২২
ঢাবির 'ঘ' ইউনিটে পাসের হার ২৬.২১ শতাংশ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে ২৬.২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।


মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফল প্রকাশ করেন। এ সময় 'ঘ' ইউনিটের সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম উপস্থিত ছিলেন।


প্রকাশিত ফলাফলে, ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৭০ হাজার ৪৪০ জন। এর মধ্যে পাস করেছেন ১৮ হাজার ৪৬৩ জন।


পরীক্ষার ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd - এ জানা যাবে। এছাড়া DU GHA ও রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস করেও ফল জানা যাবে।


উল্লেখ্য, গত শুক্রবার 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর এ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পরে প্রশ্ন ফাঁসে জড়িত ছয় জনকে আটক করে পুলিশ। আটককৃতরা প্রশ্ন ফাঁসে জড়িত থাকার স্বীকারোক্তিও দেয়।


এসব বিষয় মীমাংসীত হওয়ার আগেই মঙ্গলবার ফল প্রকাশিত হলো। এ ফলাফল অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় পাসের হার প্রায় দ্বিগুণ।


বিবার্তা/রাসেল/কামরুল


আরও পড়ুন-ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল আজ বিকেলে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com