শিরোনাম
জবির ‘ইউনিট-১’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ২১:৩৫
জবির ‘ইউনিট-১’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষ ‘ইউনিট-১’ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।


রবিবার (১৪ অক্টোবর) প্রকাশিত এ ফলাফলে ১১৭৮টি আসনের বিপরীতে ৫৫০৭ জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছেন।


যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় রয়েছে তারা আগামী ১৬ অক্টোবর দুপুর ১২টা হতে ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিষয় পছন্দ (Subject Choice) করতে পারবে। প্রার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ করতে হবে।


উল্লেখ্য, অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ (Subject Choice) করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভর্তির পরও শিক্ষার্থীদের অগ্রাধিকার তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন ঘটবে এবং শিক্ষার্থীদের সেটা মেনে নিতে হবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রদত্ত বিষয় পছন্দক্রম কোন অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয় পছন্দ (Subject Choice) করতে না পারলে কোন বিষয়ে ভর্তির জন্য বিবেচনা করার আর কোন সুযোগ থাকবে না।


ফলাফল ও ভর্তি সংক্রান্ত নির্দেশনাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admissionjnu.info) পাওয়া যাচ্ছে।


বিবার্তা/আদনান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com