শিরোনাম
ঢাবির প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেফতার ৬
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১৯:৫৫
ঢাবির প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেফতার ৬
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাসেঁর অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।


ওসি বলেন, প্রশ্নপত্র ফাসেঁর ঘটনায় বিশ্ববিদ্যালয় একটি মামলা দায়ের করে। এরপর আমরা ছয়জনকে আটক করেছি। তারা এখন থানায় আছেন।


এর আগে শুক্রবার ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ আর এ ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে দাবি করে খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। পরে অভিযোগের ভিত্তিতে শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।


একইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল হাসান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২২ (২), ৩৩ (২) ধারাসহ পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ এর ১৩/৪ ধারায় এ মামলা দায়ের করেন।


গ্রেফতারকৃত ছয়জন হলেন- জাহিদুল ইসলাম, ইনসান আলী ওরফে রকি, মোস্তাকিম হোসেন, সাদমান সালিদ, তানভীর আহমেদ ও আবু তালেব। তাদের মধ্যে ইনসান আলী রকি হলো ভর্তিচ্ছু আর জাহিদুল ইসলাম ভর্তিচ্ছু ইনসানের বাবা। বাকি চারজন ইনশান আলী রকিকে প্রশ্নদাতা সাব্বির হোসাইন রানার সহযোগী বলে জানা গেছে। এরা সবাই বগুড়ার স্থায়ী বাসিন্দা।


মামলার এজাহার থেকে জানা গেছে, এক নম্বর আসামি জাহিদুল ইসলাম জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে বগুড়ার রাহেমা অ্যাডমিশন সেন্টারের পরিচালক সাব্বির হোসাইন রানা এবং গুগল অ্যাডমিশন সেন্টারের লিমন ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার আগেই দুই নম্বর আসামি ইনসান আলী রকিকে দেয়।


এ ছাড়া তারা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত এই স্বীকারোক্তি দিয়েছে বলে উল্লেখ আছে এজাহারে।


এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/রাসেল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com