শিরোনাম
কুবিতে দুর্গাপূজার ছুটি শুরু রবিবার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১৪:৫৯
কুবিতে দুর্গাপূজার ছুটি শুরু রবিবার
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সপ্তাহব্যাপী ছুটি শুরু হচ্ছে রবিবার থেকে।


বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর (রবিবার) শুরু হয়ে আনুষ্ঠানিকভাবে অবকাশ চলবে ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। ১৯ ও ২০ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় ২১ অক্টোবর, রবিবার থেকে আবারো শুরু হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।


আবাসিক হলগুলো খোলা থাকবে কি না, এ বিষয়ে জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন বলেন, স্বল্প এই ছুটিতে হল প্রশাসন থেকে শিক্ষার্থীদের হল ত্যাগের ব্যাপারে কোনো নোটিশ দেয়া হয়নি। তবে এ কয়দিন হলের ডাইনিং বন্ধ থাকবে। যেসব শিক্ষার্থীরা হলে অবস্থান করবে তারা নিজ দায়িত্বে খাবার ব্যবস্থা করবে।


বিবার্তা/লিটন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com