শিরোনাম
আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে জাককানইবি’তে প্রতিবাদ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১৫:১৪
আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে জাককানইবি’তে প্রতিবাদ
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারি চাকরিতে ১ম ও ২য় শ্রেণিতে ৫% আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।


মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা মোড় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা ভাস্কর্যে এসে শেষ হয়।


শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ থেকে আদিবাসী শিক্ষার্থীরা সরকারের কাছে অবিলম্বে আদিবাসীদের জন্য বরাদ্দকৃত ৫% কোটা পুনর্বহালের দাবি জানান।


উল্লেখ্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আদিবাসীদের সংবিধানে বরাদ্দকৃত ৫% কোটার পুনর্বহাল চান তারা। জীবনযাত্রার নিত্য সংগ্রাম পেরিয়ে যারা আজ এতদূর এসেছে তাদের শেষ স্বপ্ন টুকু মূল্যায়ন যেন করা হয় সেজন্যে তারা আদিবাসী কোটা পুনর্বহাল আন্দোলন মঞ্চে জোর দাবি জানান।


প্রতিবাদ সমাবেশের এক মুখপাত্র জানান, সংবিধান আমাদের কোটা দিয়েছে আর আজ তা আপনারা তুলে নিলেন। আদিবাসীদের জন্য কোটা এটি আমাদের সাংবিধানিক অধিকার। আমরা ক্লাসে থাকতে চাই, সবার সাথে চলতে চাই। আমাদের পিছনে ফেলে সামনে যাওয়া যায় না। আমরাও এই রাষ্ট্রের নাগরিক। তাই অনতিবিলম্বে আমাদের পাহাড়িদের কোটা ফিরিয়ে দিন।


সেই সাথে মন্ত্রীপরিষদ সচিবকে বিষয়টি আমলে নিয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা।


বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সংগঠনদের পক্ষে বক্তব্য রাখেন- প্রভাত কুবি, আশা রংখেং, তপন চাকমা, দর্পণ দফো প্রমুখ।


বিবার্তা/পাভেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com