শিরোনাম
কৃষিতে নেতৃত্ব নিয়ে বাকৃবিতে সেমিনার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৮, ১৯:২৪
কৃষিতে নেতৃত্ব নিয়ে বাকৃবিতে সেমিনার
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কৃষি ক্ষেত্রে শিক্ষার্থীদের নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘কৃষি নেতৃত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাকৃবি রোটারেক্ট ক্লাবের আয়োজনে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দিনব্যাপী সেমিনারটি অনুষ্ঠিত হয়।


সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নতির জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব। ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে তরুণরা। আর পড়াশোনার পাশাপাশি একজন নেতার গুণাবলি সম্পর্কে ধারণা পাওয়া যায় সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে, যা নেতৃত্বগুণ গড়ে উঠতে সাহায্য করে। তাই ছাত্রসমাজের উচিৎ পড়াশোনার পাশাপাশি নানা ধরনের কো-কারিকুলাম ও ক্লাব অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থেকে নিজেদের নেতৃত্ব গুণকে বৃদ্ধি করা।


রোটারেক্ট ক্লাবের সভাপতি মো. আদনান ইসলামের সভাপতিত্বে সেমিনাররে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমার খোকন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জহির উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, জিটিআইয়ের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল ইসলাম, কীটত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।


সোমিনারে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।


বিবার্তা/রাকিব/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com