শিরোনাম
কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৮, ১০:১১
কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপহার দেয়া সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের ৩০ শতাংশ কোটা বহালের দাবি জানিয়েছে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ শাখা।


বৃহস্পতিবার রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত এ দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।


এতে ব্যস্ততম এ মহাসড়কের দু’পাশে আটকা পড়ে সহস্রাধিক দূরপাল্লার গাড়ি। সাভার থেকে বিশমাইল পর্যন্ত প্রায় ১০কিমি. সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।


এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের দফায় দফায় আলোচনার পর অবশেষে যানজট ও জনভোগান্তির কথা চিন্তা করে অবরোধ প্রত্যাহার করে তারা।


অবরোধকালে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ শাখার আহ্বায়ক শিহাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের সম্মান স্বরূপ তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে ৩০ শতাংশ আসন সংরক্ষিত রাখার ব্যবস্থা করে দেন।


দীর্ঘদিন তা অকার্যকর থাকার পর শেখ হাসিনা আবার তা চালু করেন। কিন্তু স্বাধীনতাবিরোধীদের চক্রে পড়ে তিনি আবারো সেই সুযোগ বন্ধের ঘোষণা দিয়েছেন।


তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর উপহার দেয়া ৩০ শতাংশ কোটা পুনর্বহাল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com