শিরোনাম
রাবির দশম সমাবর্তন শনিবার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪১
রাবির দশম সমাবর্তন শনিবার
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হবে শনিবার। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে সমাবর্তনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।


তার আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য 'দেশরত্ন শেখ হাসিনা হল' ও ছাত্রদের জন্য 'শহীদ এ এইচএম কামারুজ্জামান হল' নামে দশ তলা বিশিষ্ট দুইটি আবাসিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।


সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। শুভেচ্ছা বক্তব্য দেবেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল-আরিফ। এরপর সমাবর্তন বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন বক্তব্য দেবেন। বিশেষ অতিথির বক্তব্য দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


অনুষ্ঠানে বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে সম্মানসূচক ডিলিট ও অভিজ্ঞানপত্র প্রদান করবেন রাষ্ট্রপতি।


এর আগে দুপুর সাড়ে ১২টায় নিবন্ধিত গ্রাজুয়েটদের আসন গ্রহণ হবে। বিকেল ৩টায় সমাবর্তন শোভাযাত্রা বের করা হবে।



এবারের সমাবর্তনে ৬ হাজার ১৪ জন গ্রাজুয়েট অংশ নিচ্ছেন। সর্বশেষ ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়।


এদিকে, সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে। টাঙানো হয়েছে রঙবেরঙের ব্যানার ও ফেস্টুন।


বিবার্তা/পাভেল/কামরুল


<<দুই কথা সাহিত্যককে ডি-লিট ডিগ্রি দিবে রাবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com