শিরোনাম
ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ২
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৬
ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ২
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ডিভাইস নিয়ে জালিয়াতি করায় দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।


আজ শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হ‌য়ে শেষ হয় সাড়ে ১১টায়। জালিয়াতির দায়ে দুই শিক্ষার্থীকে আটক হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী।


তিনি বলেন, ‘আমরা ৫ জনকে ধরেছি। দু’টি নিশ্চিত করেছি আরো তিনটি নিশ্চিত করার জন্য কাজ চলছে। কিছু কোচিং সেন্টার এবং অভিভাবক এর সঙ্গে জড়িত। কোচিং সেন্টারগুলো তাদের নিজেদের স্বার্থে কিছু ছাত্রকে সুবিধা দেয়ার জন্য এ কাজগুলো করছে। কোচিং সেন্টার এর নামসহ সব তথ্য আমাদের কাছে আছে। পুরো জালিয়াতি চক্রকে ধরার জন্য আমরা কাজ করছি। ঢাকার কিছু নামিদামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এর সাথে জড়িত।’


আটককৃতরা হলেন- ভ‌র্তিচ্ছু হৃদয় জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান। তাদের প্রক্টর অফিসে রাখা হ‌য়ে‌ছে।


এর আগে এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১৭৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮১ হাজার ৯৬ জন।


বিবার্তা/রাসেল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com