শিরোনাম
দুই কথা সাহিত্যককে ডি-লিট ডিগ্রি দিবে রাবি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৪
দুই কথা সাহিত্যককে ডি-লিট ডিগ্রি দিবে রাবি
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ও দেশবরেণ্য সাহিত্যিক সেলিনা হোসেনকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিশ্ববিদ্যালয়ের আসন্ন ১০ম সমাবর্তনে তাদের এই ডিগ্রি প্রদান করা হবে।


আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ তাদের এই ডিগ্রি প্রদান করবেন।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার জানান, হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন দুই জনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এর মধ্যে হাসান আজিজুল হক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন।


অধ্যাপক প্রভাষ বলেন, বাংলা সাহিত্যে তাদের অবদান শুধু দেশে নয়, সারা বিশ্বে স্বীকৃত। দেশ-বিদেশে তারা বিভিন্ন পুরস্কার, পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন এবং হচ্ছেন। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ডি-লিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর ১০ম সমাবর্তনে তাদেরকে আনুষ্ঠানিকভাবে তাদের এই ডিগ্রি প্রদান করা হবে।


বিবার্তা/পাভেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com