শিরোনাম
ঢাবির চারুকলা অনুষদে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৪
ঢাবির চারুকলা অনুষদে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃৎশিল্প বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।


সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন।


মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যান দেবাশীষ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও প্রকৌশলী ময়নুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অংকন ও চিত্রায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য এবং প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন। মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ অনুষ্ঠান সঞ্চালন করেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মৃৎশিল্পকে সভ্যতার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বর্ণনা করে বলেন, এই শিল্পের বিকাশ ও উৎকর্ষ সাধনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। মৃৎশিল্প বিভাগের শিক্ষার্থীরা শৈল্পিক গুণাবলী ও সৃজনশীলতার মাধ্যমে এই শিল্পকে বিশ্বদরবারে আরও আধুনিক আঙ্গিকে উপস্থাপন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


উল্লেখ্য, মৃৎশিল্প বিভাগের ৪২ জন শিক্ষার্থীর ৮০টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ৮জন কৃতী শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com