শিরোনাম
পাবিপ্রবিতে পরিকল্পনা ও মানোন্নয়ন বিষয়ক কর্মশালা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২০
পাবিপ্রবিতে পরিকল্পনা ও মানোন্নয়ন বিষয়ক কর্মশালা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) 'প্রস্তুতি, পরিকল্পনা ও মানোন্নয়ন' বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি আ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী এর আয়োজন করেছে।


রবিবার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ।


প্রথম দিনের কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি আ্যাস্যুরেন্স সেলের পরিচালক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি আ্যাস্যুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত হোসেন।


উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি কাজ আমাদের পরিকল্পনা মাফিক এবং সঠিকভাবে সম্পাদন করতে হবে। উপযুক্ত মানবসম্পদ তৈরি করার জন্য আমাদেরকে শিক্ষা ও গবেষণার মান উত্তোরোত্তর বৃদ্ধি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উৎপাদিত জ্ঞান দক্ষ মানব সম্পদ গড়ার কাজে লাগাতে হবে।


কর্মশালায় ৪টি বিভাগের ২৫ জন সিনিয়র শিক্ষক অংশগ্রহণ করেছেন। কর্মশালা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল কনফারেন্স রুমে দুইদিনব্যাপী দুটি সেশনে সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক লিটন চন্দ্র পাল।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল



সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com