শিরোনাম
কুবি ছাত্রলীগের ক্যাম্পাস পরিষ্কার অভিযান
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৯
কুবি ছাত্রলীগের ক্যাম্পাস পরিষ্কার অভিযান
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ইতিবাচক মনোভাবে ক্যাম্পাস পরিচ্ছন্নতার মহৎ উদ্যোগ হাতে নিয়েছে। বিশ্ববিদ্যালয়কে আরো প্রাণবন্ত করে তুলতে এবং শিক্ষার পরিবেশকে আরো যুগোপযোগী করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।


বিশ্ববিদ্যালয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এবং ফেস্টুন, লিফলেট, ব্যানারে ঢাকা মূল ফটকটি পরিষ্কার করেছে। ক্যাম্পাসের পড়ে থাকা ময়লা, ঝোপ-ঝাড় পরিচ্ছন্নতার আয়োজন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সাথে সাথে সাধারণ মানুষের সচেতনতার জন্য মহাসড়কে জেব্রাক্রসিংও অংকন করেছে।


সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তন চায়। এখন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে। পর্যায়ক্রমিকভাবে ক্যাম্পাসের আরো কর্মসূচি দেয়া হবে।



এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সহ-সভাপতি জাহিদ জুয়েল, সাইফ সোহেল, মো. মাসুদুর রহমান, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদসহ ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা।


এমন উদ্যোগে ছাত্রলীগের কর্মীরা খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং এতে সন্তুষ্ট প্রকাশ করেছেন প্রশাসনসহ সাধারণ শিক্ষার্থীরা।


বিবার্তা/লিটন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com