শিরোনাম
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৪
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।


আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত।


পরীক্ষা চলাকালীন কেন্দ্রীয়ভাবে কলাভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।


এসময় উপস্থিত ছিলেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।


পরীক্ষার বিষয়ে উপাচার্য সাংবাদিকদের ব‌লেন, বি‌শেষ নজরদা‌রি‌তে অত্যন্ত সুন্দর প‌রি‌বে‌শে পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌য়েছে। পরীক্ষার আগে থেকেই ক‌ঠোর গোয়েন্দা নজরদা‌রি ছিল। সে কার‌ণে কো‌নো জা‌লিয়া‌তির খবর পাওয়া যায়‌নি।


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, নীলক্ষেত স্কুল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ।


উল্লেখ্য, এ বছর ২ হাজার ৩ শ ৮৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারী ছিল ৩৫ হাজার সাতশ ২৬ জন।


বিবার্তা/রাসেল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com