শিরোনাম
শিক্ষকদের আশ্বাসে যবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪১
শিক্ষকদের আশ্বাসে যবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
যবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দশ দফা দাবিতে গত ১৭ সেপ্টেম্বর সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করে। তারই অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করে, আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল শিক্ষকদের সাথে বৈঠকে তাদের দাবিগুলো তুলে ধরে, শিক্ষকরা তাদের দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের তাদের ক্লাসে ফিরে যাবার জন্য বলেন। তার পরেই শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করে।


শিক্ষার্থীদের দাবীসমূহ


১। বিশ্ববিদ্যালয়ে কোন ইয়ার ড্রপ থাকবে না।


২। প্রতি কোর্সের রিটেক ফি ২০০০ টাকা করে, যদি রেগুলার সেমিস্টারে দেওয়া হয়, এই সিস্টেম বাতিল করে রিটেক ফি কমিয়ে আনতে হবে।


৩। প্রতি কোর্সের রিটেক ফি ৫০০০ টাকা করে, যদি স্পেশাল সেমিস্টারে দেওয়া হয়। এই সিস্টেম বাতিল করতে হবে।


৪। যদি রেগুলার সেমিস্টারের একমাসের মধ্যে কোন শিক্ষার্থী স্পেশাল সেমিস্টার করে রিটেক পরীক্ষা দিতে চায় তবে কোর্স প্রতি ১০০০০ টাকা করে দিতে হবে। এই প্রক্রিয়া বাতিল করতে হবে।


৫। ল্যাব অথবা ব্যবহারিক পরীক্ষায় রিটেকের জন্য প্রতি কোর্সে ১০০০০ টাকা নেওয়া হয় সেটা বন্ধ করতে হবে।


৬। ক্লাসে নির্দিষ্ট পরিমাণ উপস্থিতি না থাকলে জরিমানা করতে হবে কিন্ত সেই জরিমানা পূর্বে নির্ধারিত জরিমানার মত হবে না ,সেটাকে ছাত্রবান্ধব করতে হবে ।


৭। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে।


৮। বিশ্ববিদ্যালয়ের ক্লাশ প্রদত্ত রুটিন অনুযায়ী নিতে হবে ।


৯। রিটেকের ক্ষেত্রে আউট অফ ৪.০০ এর মধ্যে আউট অফ ৩.৭৫ কাউন্ট করতে হবে।


১০। পরিবহন সংকট খুব দ্রুত নিরসন করতে হবে।


উপাচার্যের অনুপস্থিতিতে বিভিন্ন অনুষদের ডীনেরা শিক্ষার্থীদের সাথে এ বৈঠক করেন এবং তারা শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে যে দাবিগুলো যৌক্তিক বলে মনে করেন এবং যেগুলা অযাচিত বলে মনে হয় সেগুলাকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বুঝিয়ে দেন এবং উপাচার্যের সাথে কথা বলে এ বিষয়ে সঠিক ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস দেন।


বৈঠকে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, জীব বিজ্ঞান অনুষদের ডীন ড. কিশোর মজুমদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ ওমর ফারুক, বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ আনিসুর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ব্যবসায় বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ জিয়াউল আমিন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড মোঃ মীর মোশারফ হোসেন।


শিক্ষার্থীদলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগ সভাপতি সুব্রত বিশ্বাস, প্রচার সম্পাদক হাসান মাহমুদ নূর,শমর হল ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা, শমর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দীন, পিইএসএস বিভাগ ছাত্রলীগ সভাপতি আসিফ আল মাহমুদ সহ প্রত্যক বিভাগের ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ শিক্ষকদের সাথে বৈঠক শেষে শাখা ছাত্রলীগ সভাপতি সুব্রত বিশ্বাস শিক্ষার্থীদের জানান, শিক্ষকরা আমাদের সব যৌক্তিক দাবিগুলো শুনেছেন এবং পর্যালোচনা করেছেন। ভিসি স্যার ক্যাম্পাসে ফিরে এলে শিক্ষকেরা আমাদের সব দাবিগুলো স্যারের কাছে তুলে ধরবেন।যবিপ্রবি কাম্পাসে কোন ধরনের অন্যায়, অনিয়ম সহ্য করা হবে না।


বিবার্তা/হাবিব/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com