শিরোনাম
তুচ্ছ বিষয় নিয়ে জবি শিক্ষার্থীদের ওপর হামলা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৩
তুচ্ছ বিষয় নিয়ে জবি শিক্ষার্থীদের ওপর হামলা
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় পুরান ঢাকার লক্ষীবাজারে এ ঘটনা ঘটে।


জবি ছাত্র আরাফাত ইসলাম বিষয়টি নিয়ে বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে চা খাচ্ছিলাম, এ সময় স্থানীয় কয়েকজন এসে আমাদের পরিচয় জানতে চায় এবং এখান থেকে উঠে যেতে বলেন। তখনই আমাদের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আমাদের উপর হামলা করে, হামলায় ফয়সাল, মাহিম, ছোয়াদ আহত হয়। তাদের প্রথমে মিডফোর্ড হাপাতালে, পরে সুমনা হসপিটালে ভর্তি করা হয়।


এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে জবি শিক্ষার্থীরা একত্রিত হয়ে ওই এলাকায় গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় স্থানীয় কয়েকটি দোকানসহ একটি সিএনজি গাড়ি ভাংচুরে ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি নিয়ে আগামীকাল বসে সমাধান করব।


এদিকে জবি প্রক্টর নূর মোহাম্মদ এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।


বিবার্তা/আদনান/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com