শিরোনাম
কোটা ইস্যুতে ঢাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৯
কোটা ইস্যুতে ঢাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটা বাতিলের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে।


একদিকে প্রজ্ঞাপনসহ তিনদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা মন্ত্রী পরিষদ সচিবের কোটা বাতিলের সুপারিশকে স্বাগত জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।


মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগার থেকে বিক্ষোভ শুরু করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।


বিক্ষোভটি কার্জন হল, মোকাররম ভবন, টিএসসি থেকে শাহবাগ হয়ে ফের ক্যাম্পাসে যান। এ সময় তারা ‘অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে, দিয়ে দাও’; ‌‘মিথ্যা মামলা প্রত্যাহর করো, করতে হবে করে নাও’; ‘হামলাকারীদের বিচার করতে হবে করতে হবে’; ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’; ‘মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’সহ নানা স্লোগান দেন।



এদিকে কোটা পর্যালোচনা কমিটির ৯ম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোটা বাতিলের সুপারিশকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীরা মিছিল করেছে।


এ সময় তারা ‘আওয়ামী লীগের সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’সহ নানা স্লোগান দিতে থাকে।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com