শিরোনাম
ডুয়েটে আইকিউএসির উদ্যোগে ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৯
ডুয়েটে আইকিউএসির উদ্যোগে ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
‘কারিকুলাম কনসেপ্ট, মডেল অ্যান্ড ডেভলপমেন্ট স্ট্রাটেজি’ বিষয়ক ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. খসরু মিয়া।
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বুধবার ‘কারিকুলাম কনসেপ্ট, মডেল অ্যান্ড ডেভলপমেন্ট স্ট্রাটেজি’ বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের ৩১১ নং সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ ট্রেনিং প্রোগ্রামে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো.রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. খসরু মিয়া।


ট্রেনিং প্রোগ্রামে স্বাগত বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমান এবং টেকনিক্যাল সেশনে ‘কারিকুলাম কনসেপ্ট, মডেল অ্যান্ড ডেভলপমেন্ট স্ট্রাটেজি’ বিষয়ক আলোচনা করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. রেজাউল করিম।


এতে বিশ্ববিদ্যালয়ের প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আইকিউএসির পরিচালক ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ডুয়েটের সকল শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com