শিরোনাম
জাককানইবিতে ডাটা এনালাইসিস নিয়ে ওয়ার্কশপ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৭
জাককানইবিতে ডাটা এনালাইসিস নিয়ে ওয়ার্কশপ
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 'ডাটা ইনপুট, এনালাইসিস এবং রিপোর্ট রাইটিং' শীর্ষক ওয়ার্কশপ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজন করে।


মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এস এ কমিটির আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।


কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক এতে অংশ নেন।


কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মো. তানজীল হোসাইনের সভাপতিত্বে ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. রশিদুন নবী, অধ্যাপক ড. সাহাব উদ্দীন বাদল, অধ্যাপক ড. বিজয় ভূষণ দাস, অধ্যাপক ইমদাদুল হুদা, সহযোগী অধ্যাপক বখতিয়ার উদ্দিন, সহযোগী অধ্যাপক সোহেল রানা, সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন সরকার প্রমুখ।


বিবার্তা/পাভেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com