শিরোনাম
কুবির পরিবহনে ৭৮ লাখ টাকার বাস
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩০
কুবির পরিবহনে ৭৮ লাখ টাকার বাস
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহনে ৭৮ লাখ টাকার নতুন একটি বাস যুক্ত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাসটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।


এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বাস ক্রয় কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।


নতুন এ বাসটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দেয়া হয়েছে। বাসটির আসন সংখ্যা ৪০ টি। এ নিয়ে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ও বিআরটিসির ভাড়া করা বাসসহ মোট বাসের সংখ্যা হলো ১৫টি।



বাসের উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ''এখন শিক্ষার্থীদের বাস সংকট কিছুটা হলেও কমবে। শিক্ষার্থীদের দায়িত্ব বাসটির যথাযত ব্যবহার করা। আরও বাস ক্রয় বা পাওয়া গেলে তা শিক্ষার্থীদের দেয়া হবে।''


বিবার্তা/লিটন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com