শিরোনাম
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসি'র সভা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসি'র সভা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউজিসি ডিজিটাল লাইব্রেরিকে (ইউডিএল) টেকসই করার লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসি অডিটরিয়ামে বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। ইউজিসি সচিব ড. মো. খালেদ সভায় স্বাগত বক্তব্য দেন।


প্রফেসর আবদুল মান্নান বলেন, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে বর্তমানে দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণে ইউডিএল ই-রিসোর্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।



উল্লেখ্য, দেশের ৮৬ টি বিশ্ববিদ্যালয়সহ ৯০টি প্রতিষ্ঠান ইউজিসি ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে ৩৪ হাজারের অধিক ই-রিসোর্স ব্যবহার করছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com