শিরোনাম
জাককানইবি'র সেই শিক্ষকের বিচার দাবিতে ফের মানববন্ধন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৪
জাককানইবি'র সেই শিক্ষকের বিচার দাবিতে ফের মানববন্ধন
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক রুহুল আমিনের ওপর আনা অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত নির্ধারিত সময় থেকে দেরি হওয়ায় বুধবার বিভাগের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করে।


নির্ধারিত কর্মদিবসের ভেতর তদন্ত প্রতিবেদন জমার সময় পিছিয়ে যাওয়া, ফেসবুকে রুহুল আমিনের একাউন্ট থেকে বিশ্লেষণধর্মী ও আক্ষেপজনিত তথ্যাদি উপস্থাপনের প্রতিবাদ ও রুহুল আমিনের যথাযথ বিচারের দাবি ওঠে মানববন্ধনে।


এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনের কাছে জবাবদিহির জন্য আবেদন জানান শিক্ষার্থীরা।


এসময় উপস্থিত ছিলেন, রুহুল আমিনের উপর অভিযোগ আনা নিপীড়িত শিক্ষক নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভূঁইয়া ইলা, নুশরাত শারমিন তানিয়া, নীলা সাহা, প্রক্টরিয়ারিয়াল বডির প্রধান উজ্জ্বল কুমার প্রধান, সহকারী প্রক্টর আল জাবির ও সাকার মোস্তফা প্রমুখ।


এসময় ভিসি ও প্রক্টরিয়াল বডি এ ব্যপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়।


এ ছাড়াও বিভাগের বিভিন্ন ব্যাচের ইন্টার্নাল নম্বর আটকে রাখারও অভিযোগ রয়েছে। যার জন্য ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সৃষ্টি হচ্ছে সেশনজট। এসব বিষয় নিয়ে আলোচনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে।


বিবার্তা/পাভেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com