শিরোনাম
ঢাবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৮ জন
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৮, ০৯:০৫
ঢাবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৮ জন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য এবার প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।


এ বছর পাঁচটি ইউনিটের মোট সাত হাজার ১২৮টি আসনের বিপরীতে দুই লাখ ৭২ হাজার ৫১২জন ভর্তিপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছে।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া ২৮ আগস্ট (মঙ্গলবার) দুপুর ২টায় শেষ হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের এক হাজার ৭৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯৭০ জন, ‘খ’ ইউনিটের দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২৫০জন, ‘গ’ ইউনিটের এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫৩৪ জন, ‘ঘ’ ইউনিটের এক হাজার ৬১৫টি আসনের বিপরীতে এক লাখ ৬১৪জন এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১৪৪ জন আবেদন করেছে।


ভর্তি পরীক্ষার তারিখ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।


‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।


উল্লেখ্য, গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com