শিরোনাম
শোক দিবস উপলক্ষে জাবিতে স্থিরচিত্র প্রদর্শনী
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৮, ১৫:২২
শোক দিবস উপলক্ষে জাবিতে স্থিরচিত্র প্রদর্শনী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ আলোচনা সভা ও স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহা-পরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।


এসময় বাংলা একাডেমির মহা-পরিচালক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশ কখনো স্বাধীন হতো না যে দেশ স্বাধীন করলো তাকেই খুনিরা হত্যা করলো বর্তমান আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করেছে।


ছাত্র শিক্ষক কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আফিয়া বেগমের উদ্যোগে স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা ও স্থিরচিত্র প্রদর্শনীতে এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান, অ্যাডভোকেট আফিয়া বেগম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হকসহ আরো অনেকে।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com