শিরোনাম
এনইউতে অন-ক্যাম্পাস লাইব্রেরি সায়েন্স শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৮, ১৬:১০
এনইউতে অন-ক্যাম্পাস লাইব্রেরি সায়েন্স শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) সিনেট হলে রবিবার অনুষ্ঠিত হয় ২০১৮-২০১৯ সেশনের (৩য় ব্যাচ) অন-ক্যাম্পাস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। অনুষ্ঠানের শুরুতে শোকের মাস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।


দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিক্ষার্থীরা নিজেদেরকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এক বছর মেয়াদী এ পেশাদার কোর্সে ভর্তি হন।


অনুষ্ঠানে জাতীয় বিশ্ব্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন ও প্রোগ্রাম সমন্বয়ক প্রফেসর ড. নাসির উদ্দীন বলেন, তথ্য বিস্ফোরণের এ যুগে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে ডিগ্রিধারীরাই হবে আগামীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের আসল কারিগর। কেবল সনদ প্রাপ্তি নয়, দেশের উৎকর্ষ সাধনের মানসিকতা নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে। এ বিশেষ কোর্স দেশের প্রচুর সংখ্যক তথ্যবিজ্ঞানীর চাহিদা পূরণে অবদান রাখবে।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের ডিন ড. মোহাম্মদ বিন কাশেম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসাইন, কলেজ পরিদর্শক ড. মো. মনিরুজ্জামান শাহীন ও সোস্যাল সায়েন্স গ্রুপের সভাপতি ড. আওলাদ হোসেন।


উল্লেখ্য, ২০১৬-২০১৭ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ১০০ জন শিক্ষার্থী নিয়ে সেমিস্টার পদ্ধতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামটি চালু হয়। পরবর্তীতে ব্যাপক চাহিদার কথা বিবেচনায় নিয়ে এর আসন ২০টি বাড়িয়ে ১২০ করা হয়। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com