শিরোনাম
ঢাবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা
প্রকাশ : ১২ আগস্ট ২০১৮, ২১:৫৫
ঢাবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় শোকদিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জাতীয় বক্তৃতা ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে এই বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি ছিলেন ড. মো. আবদুর রাজ্জাক এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।


এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি এস এম রাকিব সিরাজী এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আসাদ আবদুল্লাহ।


প্রতিযোগিতায় বক্তৃতায় ১ম হয়েছেন আফরোজী সাচ্চু শাহনেওয়াজ, দ্বিতীয় হয়েছেন এ এস এম কামরুল ইসলাম ও তৃতীয় হয়েছেন রিফাত আফসার খান।


বারোয়ারি বিতর্কে প্রথম হয়েছেন ইশরাক জাহান নূর ইভা, দ্বিতীয় হয়েছেন আফ্রিদা জিননূরাইন উর্বী ও তৃতীয় হয়েছেন খাদিজা শারমীন অন্তরা।


অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com