শিরোনাম
নেপালে রাশেদুলের একক চিত্র প্রদর্শনী
প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১২:০২
নেপালে রাশেদুলের একক চিত্র প্রদর্শনী
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেপালে বাংলাদেশী চিত্রশিল্পী রাশেদুল ইসলামের ‘বিউটি অব বাংলাদেশ’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী ১০ আগস্ট (শুক্রবার) থেকে শুরু হয়েছে। প্রদর্শনীতে বাংলাদেশের অপার সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে চিত্রকর্মের ভাণ্ডার সাজিয়ে মুগ্ধ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্নাতকোত্তর এই ছাত্র।


রংতুলিতে সমুদ্রাঞ্চল, প্রকৃতি, জনজীবন বিষয়গুলোর রৈখিক, ধোঁয়াশার রেখাপাত ঘটিয়েছেন এই চিত্রশিল্পী।


নেপালে অবস্থানরত এই চিত্রশিল্পী জানান, বাংলাদেশের সৌন্দর্যকে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করাটাই তার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো। সেই স্বপ্নের বহিঃপ্রকাশ তার প্রথম সলো এক্সিবিশন ‘বিউটি অব বাংলাদেশ।’


নেপালে অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রবীণ শিল্প সমালোচক মুকেশ মাল্যা। বিশেষ অতিথি ছিলেন শিল্প সমালোচক রামেশ খানাল, সিনিয়র আর্টিস্ট কাঞ্চা কুমার কার্মচারয়া, সুষমা রায় ভাণ্ডারী, জ্যোতি প্রকাশ বিকে, রতন কাজী শাক্য। গেহেন্দ্রমোহন অমত্য ছাড়াও অনেক শিল্পী এবং শিল্পানুরাগীরা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।



উল্লেখ্য, প্রদর্শনীটি ১০ আগস্ট থেকে ১৪ আগস্ট ২০১৮ পর্যন্ত কাঠমান্ডুর মিথিলা ইয়েইন আর্ট গ্যালারীতে উন্মুক্ত থাকবে।


এর পরপরই নবীন এই চিত্রশিল্পী ভারতে তার দ্বিতীয় সলো এক্সিবিশন করবেন বলে আশা প্রকাশ করেন।


চারু অভিধানগত ‘ওয়াশ’, সফট ডিটেইলিং, স্পেশাল টেনশন, সুপার রিয়েলিস্টিক, সাবজেক্ট ফোকাস ইত্যাদি বিষয়কে প্রাধান্য দেয়ায় রাশেদুল ইসলামের কাজগুলো ইতোমধ্যেই মানুষের নজর কেড়েছে।


বিবার্তা/পাভেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com