শিরোনাম
ট্রেনে কাটা পড়ে চবি শিক্ষার্থীর দুই পা বিচ্ছিন্ন
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৮, ১১:৩১
ট্রেনে কাটা পড়ে চবি শিক্ষার্থীর দুই পা বিচ্ছিন্ন
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন রবিউল আলম (২০) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। বুধবার সকালে এ ঘটনা ঘটে।


রবিউল বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেছেন, শাটল ট্রেন ষোলশহর স্টেশন থেকে ছাড়ার সময় রবিউল দৌড়ে ট্রেনে উঠার সময় হাত ফসকে নিচে পড়ে যান। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।


চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, ট্রেনে কাটা পড়ে রবিউলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


এদিকে একই ঘটনায় মারুফা আক্তার (১৮) নামে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের আরো এক শিক্ষার্থী আহত হয়েছেন। চমেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন এএসআই।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com