শিরোনাম
ঢাবি ছাত্রলীগের হল কমিটির নেতৃত্বে কারা আসছেন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৬, ১৬:৫৬
ঢাবি ছাত্রলীগের হল কমিটির নেতৃত্বে কারা আসছেন
আশিকুর রহমান লাভলু, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রিন্ট অ-অ+

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ছাত্রলীগের হল কমিটির সম্মেলন। প্রথমবারের মতো ঢাবির হল সম্মেলন ঘিরে মধুর ক্যান্টিন এখন সরগরম। চলছে সরব আলোচনা। বিভিন্ন হলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ক্যাম্পাস। নতুন কমিটিতে পদপ্রার্থীদের আনাগোনা বেড়েছে মধুর ক্যান্টিনে।


দুর্দিনে হল রাজনীতে অনেককে খুঁজে পাওয়া না গেলেও আসন্ন হল কমিটি উপলক্ষে সেইসব নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে।


ঢাবির হল সম্মেলনে বিভিন্ন হলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে গোপালগঞ্জের বুলবুল আহমেদ, মাদারীপুরের শাকিল ভুইঞা, সিলেটের আনিসুল ইসলাম জুয়েল, সোহানুর রহমান, আসিফ তালুকদার ও নজরুল ইসলাম।


হাজী মুহাম্মদ মুহসীন হলে মার্কেটিং বিভাগের ছাত্র মুজাহিদুল ইসলাম সোহাগ, আল-আমিন, পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাটের ইব্রাহিম রাজু, চাঁদপুরের জহির রায়হান, সাতক্ষীরার মোস্তাফিজুর রহমানও গোপালগঞ্জের শেখ তামিম আহমেদ।


কবি জসিম উদ্দিন হলে আল মাসুদ সজিব,সৈয়দ মোহাম্মদ আরিফ হোসেন অন্যান্যর তুলনায় এগিয়ে রয়েছেন। আলোচনায় আরো আছেন, শামিম আব্দুর রহমান, মোহাম্মদ আসিফ জোয়ারদার ও শাহেদ খান ইয়াকুব।


মাস্টারদা সূর্যসেন হলে মো. গোলাম সরওয়ার, রুবেল আহমেদ, বেনজির আহমেদ, মোহাম্মদ হাফিজুর রহমান, মো. সুমন মিয়া, কামাল হোসেন খান ও তন্ময় চমক দেখাতে পারেন।


সলিমুল্লাহ মুসলিম হলে এগিয়ে আছেন, তাহসান আহমেদ রাসেল, মিজানুর রহমান পিকুল,আসিফ ও ইমরান।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এগিয়ে আছেন, আওলাদ খান, মেহেদী হাসান, রাকিবুল হাসান, ফুয়াদ আল মুক্তাদী, এ এস এম ছানাউল্লাহ সূর্য, নাঈমুর রহমান, রুবেল আহমেদ নীরব, বাঁধন ও পিপাস।


মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে আসন্ন কমিটিতে এগিয়ে আছেন আবদুল্লাহ আল মাসুদ লিমন, ইউসুফ উদ্দীন খান অপূর্ব, নাজমুল হোসাইন, শেখ সাগর আহমেদ এবং সাইফুল।


জগন্নাথ হলের উৎপল বিশ্বাস, কৃষ্ণ মজুমদার, শ্যামল সরকার, সঞ্জিত চন্দ্র দাস, শেখর পাল, শান্ত ধর, অভিজিৎ কুমার বিশ্বাস, সৌমিত্র সাহা ও সজীব সাহা।


ফজলুল হক মুসলিম হলের নূরে আলম চৌধুরী শাওন, সিশিম, হাবিব, আরিফ ও আজিজুল।


শহীদুল্লাহ হলের নাজিউর রহমান রকি, কবির, তুহিন ও কাজল হতে পারেন হল কমিটির সভাপতি বা সেক্রেটারি।


অমর একুশে হলের আলোচিত নামগুলো হলো,তানজির, ওসমান গণি, লিমন (ভূগোল) ও এহসান।


স্যার এফ রহমান হলে হাফিজুর রহমান, জুয়েল রানা, সুজন শেখ, মো. রনি ও শেখ নাজমুল আহমেদ।


বিজয় একাত্তর হলে ৩১ মে ২০১৫ সালে হলটিতে ছাত্রলীগের মাত্র একটি কমিটি দেয়া হয়েছে। ২৩ নভেম্ভর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন করে এ হলে এগিয়ে আছেন, রাজিবুল হাসান তারিফ, ফকির রাসেল আহমেদ, বেলাল হোসেন বাপ্পি, তৌকির আহমেদ তপু, ফারহান ফারুক, নয়ন হাওলাদার, সাইফুল ইসলাম জুয়েল ওআরিফুল ইসলাম শেখ।


আলোচনায় পিছিয়ে নেই মেয়েদের হলগুলোও। বেগম সুফিয়া কামাল হল থেকে আলোচনায় আছেন ইফফত জাহান ইশা, মুনজেরিন রিমঝিম, নুরুন্নাহার সোমা, সম্পা ও নাজমুন সালেহিন তৃষ্ণা।


বেগম রোকেয়া হল থেকে এগিয়ে আছেনবি.এম. লিপি আক্তার ও সাবরিনা ইতি।


শামসুন্নাহার হলেএগিয়ে আছেন জিয়াসমিন শান্তা, নিপু ইসলাম তন্বী, ইসরাত জাহান মুন ওলাবণ্য।


বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলেবেনজির হোসেন নিশি ও শিরিন রয়েছেন আলোচনায়।


কুয়েত মৈত্রী হলের ফরিদা পারভীন ও সুস্মিতা সেন।


এদিকে হল সম্মেলনের দিনই ঘোষণা করা হতে পারে নতুন কমিটি। বিষয়টিও নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান। তিনি বিবার্তাকে বলেন, রবিবার কমিটি ঘোষণা করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তবে কোনোকারণে সম্ভব না হলে দ্রুততম সময়ের মধ্যেই ঘোষণা করা হবে।


অন্যদিকে দলে যাতে কোনোঅনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেদিকে সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, দলে অনুপ্রবেশ ঠেকাতে আমরা প্রার্থীদের জীবনবৃত্তান্ত ভালোভাবে পরীক্ষা করেছি। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে অনুপ্রবেশকারীদের তথ্য নেয়া হবে। বিভিন্ন সময়ে যারা বিভিন্ন বিষয়ে বিতর্কিত তাদেরকে কোনোপদে রাখা হবে না।


আবিদ জানান,প্রাথমিক যাচাই-বাছাই শেষে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত থাকলেও রবিবার চূড়ান্ত হবে মূল তালিকা।


ঢাবির হল সম্মেলনে কেন্দ্রীয় কমিটির কোনোচাপ আছে কি-না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হল কমিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে কাজ করে। বিগত দিনেও আমরা আলোচনা করে কাজ করেছি। আমরা নিজেদের মধ্যে গ্রুপ বা দলাদলি না করে এসব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিই।


অন্যদিকে যারা মনেপ্রাণে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেছে, যারা পরিশ্রমী, সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়, নিয়মিত ছাত্র এবং মেধাবী তাদের হল কমিটিতে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েন তিনি।


বিবার্তা/লাভলু/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com