শিরোনাম
কুবির বাজেট ৩৮ কোটি ১৭ লাখ টাকা
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১২:২৪
কুবির বাজেট ৩৮ কোটি ১৭ লাখ টাকা
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) চলতি অর্থবছরের ২০১৮-১৯ বাজেট পাশ হয়েছে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়টির জন্য এবার বরাদ্দ হয়েছে ৩৮ কোটি ১৭ লাখ টাকা।


সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ২০৭ নং কক্ষে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী’র সভাপতিতে ৬৯ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া। গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) সভায় প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়।


উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ছিল ৩৩ কোটি ৩৩ লাখ টাকা। পরে সংশোধিত আকারে তা বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৯৭ লাখ টাকা। ২০১৬-১৭ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল প্রায় ৩০ কোটি ৮৯ লাখ টাকা। এবারের বাজেটে আয়ের উৎস হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুদান ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। এর মধ্যে ইউজিসি দিবে ৩০ কোটি ৫০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে ৫ কোটি ৭৮ লাখ টাকা। এক্ষেত্রে ঘাটতি বাজেট ১ কোটি ৫১ লাখ টাকা।


বিবার্তা/লিটন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com