শিরোনাম
রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ১৫:৪৬
রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা।


রবিবার সকাল ১০টা থেকে রুয়েট প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা।


অবরোধে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মেসাবাহুল মনির স্নিগ্ধ বলেন, পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দেবেন, তবে কেন হামলা হলো তার বিচার চাই আমরা। আমাদের ভাইবোনেরা হামলার শিকার কেন হবে।


ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাইবা সিনু বলেন, ছোট ছোট ভাইবোনদের উপর প্রশাসনের যে হামলা তার বিচার চাইতেছি। আমাদের দাবি হলো আমরা একটি নিরাপদ দেশ চাই এবং নিরাপদ সড়ক চাই।


এর আগে শনিবার রাতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তিন দফা দাবি নিয়ে রবিবার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।


বিবার্তা/পাভেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com