শিরোনাম
শাহবাগে ঢাবি ও বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ১৪:৩৮
শাহবাগে ঢাবি ও বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকালে শনিবার রাজধানীর জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত স্কুল কলেজের শিক্ষার্থীরা। আর সেখানে গিয়ে যোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।


রবিবার বেলা ১১টা থেকে শাহবাগ পয়েন্টে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা। এরপর সেখানে ঢাবি ও বুয়েটের শিক্ষার্থীরা দলে দলে যোগ দেয়।


বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ, শনিবার তাদের ওপর হামলার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন। এরপর দুপুর ১ টার পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরির দিকে রওয়ানা হয়।


প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। আর এ ঘটনায় ও নিরাপদ সড়কের দাবিতে গত ১ সপ্তাহব্যাপী সারাদেশে আন্দোলন গড়ে তুলে শিক্ষার্থীরা। শনিবার আন্দোলনকারীদের ওপর ধানমণ্ডির ঝিগাতলায় হামলা করা হয়। আর এ হামলার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে আজো শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com