শিরোনাম
শাহবাগের স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস'
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১৩:৪১
শাহবাগের স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস'
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে রাজধানীর শাহবাগে টানা সপ্তম দিনের মতো অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে মুখরিত করে রেখেছে এ এলাকা।


শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা এ এলাকায় অবস্থান নিতে শুরু করে। এ সময় শিক্ষার্থীদের আগের দিনের মতো গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে দেখা যায়।



কোনো কোনো শিক্ষার্থীরা আবার একেকজন দক্ষ ট্রাফিক পুলিশের মতো রাস্তায় যানজট নিরসনে কাজ করছে, সব গাড়ি ও রিকশাকে এক লাইনে এনে সড়কে সঠিক পন্থা অবলম্বন করা দেখিয়েছে।


সলিমুল্লাহ ডিগ্রি কলেজের ছাত্র আশিক ইসলাম বিবার্তাকে বলেন, আমরা সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন করবো। আজকে আমরা কেউ উল্টো পথে আসছে কি না এবং লাইসেন্স আছে কি না চেক করছি। আমরা এর মাধ্যমে দেখিয়ে দিতে চাই পরিবহনখাতে শৃঙ্খলা সম্ভব।



এদিকে এ এলাকায় বিআরটিসির বাস ছাড়া অন্য কোনো ধরনের বাস চলাচল করতে দেখা যায়নি। পর্যাপ্ত বাস না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com