
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম রাব্বানী।
মঙ্গলবার রাতে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
এর আগে গত ১১ ও ১২ মে কেন্দ্রীয় ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ মে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধানমন্ত্রী পদপ্রত্যাশীদের কমিটি গঠনের ক্ষেত্রে সমাঝোতায় বসার নির্দেশ দেন। কিন্তু পরদিন কাউন্সিল অধিবেশনে পদপ্রত্যাশীদের মাঝে সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনার ওপর অর্পণ করা হয়।
প্রসঙ্গত, এবার ছাত্রলীগের কমিটি নিয়ে কম জল ঘোলা হয়নি। ছাত্রলীগের সম্মেলনের আগেই থেকে আলোচনায় আসে সিন্ডিকেট প্রথা। আর এ সিন্ডিকেট ভাঙতে এবং আগামী নির্বাচনের আগে যোগ্য নেতৃত্বের হাতে ছাত্রলীগের দায়িত্ব তুলে দিতে প্রধানমন্ত্রী সরাসরি নিজে এ কমিটিতে হস্তক্ষেপ করেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ টিম থেকে তথ্য সংগ্রহ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ কমিটি নির্বাচন করা হয়েছে বলে জানা যায়।
বিবার্তা/রাসেল/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net