শিরোনাম
জাবি'র প্রশাসনিক ভবনের সামনে অবরোধ কর্মসূচি
প্রকাশ : ২৬ জুলাই ২০১৮, ১৪:১১
জাবি'র প্রশাসনিক ভবনের সামনে অবরোধ কর্মসূচি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৬ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছেন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ শীর্ষক সংগঠনের শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল ৮ থেকে তারা এই কর্মসূচি শুরু করেন, চলবে বিকাল ৪টা পর্যন্ত।


অবরোধ কর্মসূচির কারণে টানা তিন দিনের মত বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।


এই কর্মসূচি পালন করা শিক্ষকদের দাবিগুলো হল- ‘শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ, উপাচার্য প্যানেল নির্বাচন, জাকসু নির্বাচন, বিধি অনুযায়ী আইন অনুষদের ডিন নিয়োগ ও প্রভোস্ট কমিটির সভাপতির দায়িত্ব প্রদান।’


সংগঠনটির যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম তালুকদার (তারেক রেজা) বলেন, ‘উপাচার্য যদি আজকের মধ্যে আমাদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আরো কঠোর আন্দোলনে যাবো আমরা।'


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রবেশিকা অনুষ্ঠান প্রত্যাখান করেছে আন্দোলনরত শিক্ষকরা।


এদিকে, এই অবরোধ কর্মসূচিকে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও শৃঙ্খলার স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।


বিবার্তা/শরিফুল/কামরুল


<<জাবিতে ২য় দিনের মত চলছে অবরোধ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com