শিরোনাম
জাবিতে স্থির চিত্র প্রদর্শনী
প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১৮:২৯
জাবিতে স্থির চিত্র প্রদর্শনী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে ‘জীবনের জয়গান’ উৎসবের অংশ হিসেবে মঙ্গলবার স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এর উদ্বোধন করেন।


এ সময় উপাচার্য বলেন, জীবনের জয়গানের উৎসব- জীবনকে বুঝতে পারার প্রয়াস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উৎসবে সম্পৃক্ত হতে পেরে খুশি। এ উৎসব থেকে মানুষ চিন্তার জগতে নতুন নতুন অনুষঙ্গ পাবে।


উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।



প্রদর্শনীতে দ্যা ডেইলি স্টার আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রগুলো প্রদর্শন করা হয়েছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com