শিরোনাম
রাবিতে আদিবাসী নিয়ে আন্তর্জাতিক সেমিনার
প্রকাশ : ২০ জুলাই ২০১৮, ১৮:২৪
রাবিতে আদিবাসী নিয়ে আন্তর্জাতিক সেমিনার
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘আদিবাসী জাতিসত্তার আত্মপরিচয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইবিএস সেমিনার কক্ষে এর আয়োজন করা হয়।


সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। আইবিএস পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মেজবাহ কামাল এবং শুভেচ্ছা বক্তব্য দেন ভারতের অনগ্রসর শ্রেণীর বিশিষ্ট সংগঠক নীতিশ বিশ্বাস।


সেমিনারে তিনটি অধিবেশনে আদিবাসীদের বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে মোট ২১টি প্রবন্ধ উপস্থাপন করেন দেশি-বিদেশি গবেষকরা।


প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, বিশ্ববিদ্যায়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাসহ দেশ-বিদেশের শতাধিক শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এই সেমিনারে অংশ নেন।


বিবার্তা/পাভেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com