শিরোনাম
মারধরের ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার
প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ২১:৪০
মারধরের ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ক্যাম্পাসে হাত ধরে চলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।


রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানি বিবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।


ঢাবি প্রক্টর বলেন, প্রাথমিক তদন্ত শেষে কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বহিষ্কারের করা হয়েছে। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের স্থায়ী বহিষ্কার করা হবে।


এই তিন ছাত্র হলেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সিফাতউল্লাহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোহাম্মদ আল ইমরান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাহমুদুর রহমান। এরা তিনজনই প্রথম বর্ষের ছাত্র।


উল্লেখ্য, শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এক ছাত্র ও ছাত্রী একে অন্যের হাত ধরে দাঁড়িয়ে রিকশা খুঁজছিলেন। এমন সময় বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী তাদের ঘিরে ধরে পরিচয় জানতে চায়। তারা নিজেদের পরিচয়পত্র দেখান। মারধরের শিকার ওই ছাত্র হামলাকারীদের কাছে পরিচয় জানতে চাওয়ার কারণ জানতে চাইলে সাথে সাথে তাকে মারধর শুরু করা হয়। এসময় ভুক্তভোগী ছাত্রের সাথে থাকা ছাত্রীটি তাকে রক্ষা করতে গেলে তিনিও আহত হন। আর এ ঘটনায় তিনজনের জড়িত থাকার প্রমাণ মেলে।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com