শিরোনাম
জবিতে মানচিত্র অংকন প্রতিযোগিতা
প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ২০:১৬
জবিতে মানচিত্র অংকন প্রতিযোগিতা
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের এনভাইরনমেন্ট ক্লাবের উদ্যোগে মানচিত্র অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভাগের ১৩ ব্যাচের ৩২ জন নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করে ।


বৃহস্পতিবার সকালে বিভাগীয় কক্ষে ১ ঘন্টার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের মানচিত্র এবং পৃথিবীর মানচিত্র অংকন করে প্রতিযোগীরা।


এ সময় উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন এবং সহযোগী অধ্যাপক সৈয়দা ইসরাত নাজিয়া, সহকারী অধ্যাপক নাজমুন নাহার, সহকারী অধ্যাপক শবনম শারমিন লুনা, প্রভাষক আশ্রাফ উদ্দিনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।


প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের সার্বিক সহযোগিতা করেন ক্লাবটির কো-অরডিনেটর ৮ম ব্যাচের শিক্ষার্থী হানিফ ভুইয়া ও সনিয়া শারমিন এবং কো-অরডিনেটর ৯ম ব্যাচের শিক্ষার্থী নাসের আহমেদ বিপু ও ১০ম, ১১তম ব্যাচের শিক্ষার্থীরা।


দুজন শিক্ষকের নিরিক্ষণের মাধ্যমে প্রতিযোগিতার ফলাফল ১৫দিন পর দেয়া হবে এবং শীর্ষস্থান অধিকারীদের পুরস্কৃত করার পাশাপাশি সনদপত্র দেয়া হবে।


বিবার্তা/আদনান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com