শিরোনাম
চার দাবিতে রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের স্মারকলিপি
প্রকাশ : ০৮ জুলাই ২০১৮, ১৫:৫৯
চার দাবিতে রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের স্মারকলিপি
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটা সংস্কার আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়াসহ ৪ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাটজোট। রবিবার দুপুরে সংগঠনটির নেতারা স্মারকলিপি দিতে গেলে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা তা গ্রহণ করেন।


স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হলো-


১. কোটা সংস্কার আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া


২. সন্ত্রাস, সহিংসতা ও দখলদারিমুক্ত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা


৩. আন্দোলনকারী ছাত্রদের পুলিশি হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ


৪. আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করা


স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক মহব্বত হোসেন মিলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি লিটন দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল হোসেন, বিপ্লবী ছাত্র মৈত্রী সভাপতি ফিদেল মনির প্রমুখ।


বিবার্তা/পাভেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com